সিঁড়ি
অমিত কুমার দে
সিঁড়িটার সঙ্গে তেমন আলাপ হয়নি কোনদিন
আসা যাওয়ার ফাঁকফোকরে ওই যতটুকু যা
আমার পায়ের পাতা পায়নি খুব একটা
জুতো বা চটির নিচটুকুই সই
কখনো বসা হয়নি তার কোন ধাপে
সিঁড়ির হাতলে হাত দিয়ে
দাঁড়িয়েছি বলেও মনে পড়ে না
সবচেয়ে দ্রুতগামী সময়টা অদ্ভুতভাবে
সিঁড়ির বেলাতেই ঘটে গেছে
ফিরবার সময় সিঁড়ি তাকিয়ে তাকিয়ে
শুধুমাত্র আমার ক্লান্তি দেখেছে
পঞ্চাশ অতিক্রান্ত একটা মানুষ কোন একদিন
সিঁড়ির সঙ্গে একা হয়ে যায়
অনেকটা সময় ধরে সে সিঁড়ি ভাঙতেই থাকে ....
অমিত কুমার দে
সিঁড়িটার সঙ্গে তেমন আলাপ হয়নি কোনদিন
আসা যাওয়ার ফাঁকফোকরে ওই যতটুকু যা
আমার পায়ের পাতা পায়নি খুব একটা
জুতো বা চটির নিচটুকুই সই
কখনো বসা হয়নি তার কোন ধাপে
সিঁড়ির হাতলে হাত দিয়ে
দাঁড়িয়েছি বলেও মনে পড়ে না
সবচেয়ে দ্রুতগামী সময়টা অদ্ভুতভাবে
সিঁড়ির বেলাতেই ঘটে গেছে
ফিরবার সময় সিঁড়ি তাকিয়ে তাকিয়ে
শুধুমাত্র আমার ক্লান্তি দেখেছে
পঞ্চাশ অতিক্রান্ত একটা মানুষ কোন একদিন
সিঁড়ির সঙ্গে একা হয়ে যায়
অনেকটা সময় ধরে সে সিঁড়ি ভাঙতেই থাকে ....
No comments:
Post a Comment