পার্থ সারথি চক্রবর্তীর কবিতা
১|নিকষিত হেম
হে ঈশ্বর, এখানে কি আদৌ আছে প্রেম!
তবে রেখে যাই হৃদয়ের প্রেম।
সর্বস্ব সাধনালব্ধ আমাদের,
যুগ যুগান্ত ধরে নিকষিত হেম।
হয়তো বা আজন্ম দুঃখেভরা জীবনের,
কারুকার্যে আঁকা পদ্ম-
আজ হয়েছে ম্লান ।
২৷ ফেরারি মন
আমার নিষ্পাপ শৈশব যেন
সবুজ গাছে ভরা দ্বীপ।
খুব মনে পড়ে আজো সন্ধ্যাবেলায়,
তুলসীতলার প্রদীপ ।
বহূ সুবাস পেয়েছি বাগানে
পাইনি কোন ফুলের ছোঁওয়া ।
হৃদয় যায়নি কভু খোয়া, শুধু-
দুচোখ ভরে কালো ধোঁয়া ।
No comments:
Post a Comment