শতানীক রায়
পৌরাণিক পদ্ম নেই
আকস্মিক একটা বাড়ি
কলোরাডো নদীর তীরে আকস্মিক একটা বাড়ি অদ্ভুত বড়ো হয়ে উঠেছে। প্রাচীন অর্জুনগাছ একটা প্রাচীন ওকগাছকে ঘিরে রাখে। একটা আলোহীন বিষাদ একজন মানুষকে আলোকিত করছে। তাকে কলোরাডো বুঝতে শেখাচ্ছে গাছ আর শরীরের পার্থক্য। পার্থক্য তাকে শেখাচ্ছে শরীর সম্পর্কে। কলোরাডো নদী কখনো ওকগাছ হবে না। অর্জুনগাছ কখনো শুধু শুধু নদী হবে না
বাহ। ভালো লাগলো
ReplyDelete'গন্ধ নিয়ে যারা খেলা করে তাদের গান সম্পর্কে অদ্ভুত বিরাগবোধ কাজ করে'
ReplyDelete'একটা আলোহীন বিষাদ একজন মানুষকে আলোকিত করছে'
খুবই ভালো লাগলো।
দারুণ।। বিশেষ করে দ্বিতীয় কবিতাটা।। এটার একটা জাদুবাস্তবতার টান আছে যেন।। প্রীতমদা
ReplyDeleteখুব ভালো লাগলো দুটো কবিতাই।
ReplyDeleteতবে দ্বিতীয় কবিতাটা বেশি ভালো লাগলো।
বেশ ভালো লেগেছে।
ReplyDeleteগ্রেট ভিশন! দৃশ্য আর স্ট্রাকচারাল স্লাইড অপূর্ব করে তুলেছে কবিতা দুটোকে।
ReplyDelete