' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Monday, June 15, 2020
.
নববর্ষ শতদল আচার্য
কোন এক শুরুর গল্প বলেছিল দেবু
আকাশ থেকে নামছিল যত তারা
বসন্ত পাতা ঝড়ানো পথে
আর হেঁটে যাচ্ছিল
নতুন স্বপন নতুন আশা ।
এরকম কত শত গল্প শুরু হয়
কতো আশায় কতো আশায়
গল্পগুলি শাখা মিলে হেঁটে যায় ।
No comments:
Post a Comment