Monday, June 15, 2020

ধূলো মাটির পৃথিবী

উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায় 



আমি এভাবেই বলব আমাকে ফিরিয়ে নেবার কেউ নেই
পৃথিবীর সব সভ্য ইতরের গর্ভে লুকিয়ে আছে মাদকতা
নেশায় বিভোর হয়ে গেলে ঝাঁকে ঝাঁকে ইতিহাস
এক একটা আমি কে লিখে ফেলে

***

রাত শেষ হলে ভালোবাসা ভালো
হিসেবি ভালোবাসার ভেতর বসে আছে ঘুনপোকা

এক একটা শরীর কাটতে কাটতে যখন ভেঙে পড়ে শিরদাঁড়া
চোখ দুটো ধূর্ত শেয়ালের মত গর্ত খোঁড়ে


গর্ত খোঁড়ে যেন এক জ্যামিতিক বিন্যাস

No comments:

Post a Comment