ইউক্যালিপটাস
সোমা সাহা পোদ্দার
আবাসনের কিনারা বরাবর তাকাতেই
অনেকটা জুড়ে ইউক্যালিপটাস এর বাগান বাড়ি ।
গ্রীষ্মকালীন ছুটি জুরে বিছিয়ে দেওয়া ছায়া পথ
কেড়ে নেয় ছোটদের দুপুর ।
ঘরমুখো হতেই ---
শহুরে ভির ঠেলে যেন এক
নির্জনতার কাছাকাছি পৌঁছে যাওয়া ।
সন্ধ্যার পায়চারিতেও যোগ হয় অন্যমাত্রা ,
এভাবেই আরও কিছুটা পথ ---
মাঝে মাঝে এক অজানা শব্দ কেড়ে নিচ্ছে ঘুম
কারা যেন ঝরা বুকে চিৎকার করছে
কিছু বোঝার আগেই হাত বাড়াই
ঘুম ভেঙ্গে যায় শব্দ যাপন চিত্রে ।
হঠাৎ ই ঘন বনের হাল্কা হয়ে আসা
বেজে যাচ্ছে ফোন বনদপ্তরে
প্রশ্নেরা ……উঠে আসে
ইউক্যালিপটাসের বেশি শোষন ক্ষমতায়
জলের যোগানে কাঁটার নির্দেশ ।
দুপুর নামতেই বাকি চিহ্নও মুছে গেল
সঙ্গে ছায়াপথ ছোটদের দুপুর আর সেই শব্দেরা ,
অন্য শব্দে আরেক আবাসন গড়ার নেশায় ।
সোমা সাহা পোদ্দার
আবাসনের কিনারা বরাবর তাকাতেই
অনেকটা জুড়ে ইউক্যালিপটাস এর বাগান বাড়ি ।
গ্রীষ্মকালীন ছুটি জুরে বিছিয়ে দেওয়া ছায়া পথ
কেড়ে নেয় ছোটদের দুপুর ।
ঘরমুখো হতেই ---
শহুরে ভির ঠেলে যেন এক
নির্জনতার কাছাকাছি পৌঁছে যাওয়া ।
সন্ধ্যার পায়চারিতেও যোগ হয় অন্যমাত্রা ,
এভাবেই আরও কিছুটা পথ ---
মাঝে মাঝে এক অজানা শব্দ কেড়ে নিচ্ছে ঘুম
কারা যেন ঝরা বুকে চিৎকার করছে
কিছু বোঝার আগেই হাত বাড়াই
ঘুম ভেঙ্গে যায় শব্দ যাপন চিত্রে ।
হঠাৎ ই ঘন বনের হাল্কা হয়ে আসা
বেজে যাচ্ছে ফোন বনদপ্তরে
প্রশ্নেরা ……উঠে আসে
ইউক্যালিপটাসের বেশি শোষন ক্ষমতায়
জলের যোগানে কাঁটার নির্দেশ ।
দুপুর নামতেই বাকি চিহ্নও মুছে গেল
সঙ্গে ছায়াপথ ছোটদের দুপুর আর সেই শব্দেরা ,
অন্য শব্দে আরেক আবাসন গড়ার নেশায় ।
No comments:
Post a Comment