Monday, June 15, 2020

নৌকাঘাটে বসে একদিন 
সুমন মল্লিক


গাছের নীচে বসে ক্লান্তি খুলে রাখছি
সদ্য পাওয়া ব্যথা ভাসিয়ে দিচ্ছি জলে
এমন সময় বৃষ্টি এলো, বৃষ্টি এসে
ভিজিয়ে দিলো সব, জুড়িয়ে দিলো প্রাণ
বৃষ্টি থামার পর বুকের সাদা কাগজে
এসে বসলো একটি ডানাভাঙা দোয়েল


এই নিঃসঙ্গ নদীবাঁধ, এই শান্ত স্নিগ্ধ বাতাবরণ
এখানে কোন পাপ ধেয়ে আসবে না, কোনদিনও...


ওপার থেকে ভেসে আসছে মন্দির-ধ্বনি
এপারে পার ভাঙে বর্ষার অস্থির নদীজল
মাঝখানে একটা অদৃশ্য নৌকো –
তাতে দিগন্তে পাড়ি জমিয়েছে প্রিয়তম অপরাধিনী


পাশ ফিরে তাকাই না এখন
পাশে কেউ নেই
নাগরিক বসবাসে মাঝে মধ্যে এখানে এসে বসি
দিনে আসি না, বিকেলের পরই অধিক মনোরম
বৃষ্টি না থাকলে জোনাকির উড়ান দেখে দেখে
মুগ্ধ ও পুণ্য করে তুলি মানসচক্ষু


অন্ধকারে ভয় লাগে না আর
এই অন্ধকারেই মাঝে মাঝে
অক্ষরেরা আলো হয়ে ফুটে ওঠে তারার মতো
যেমন এই চাঁদিনি সন্ধ্যায়
তমসামধুর এই নৌকাঘাটে বসে
আমি অফুরান করে তুলছি অবিচল বোধোদয়

1 comment: