Monday, June 15, 2020

কবিতা করিডোর , জুন সংখ্যা , ২০২০

কবিতা করিডোর , জুন সংখ্যা , ২০২০
সম্পাদক : শুভঙ্কর পাল
সহ সম্পাদক : সব্যসাচী ঘোষ
উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক : রাজেশচন্দ্র দেবনাথ
বাংলাদেশ বিভাগের সম্পাদক : ফারহানা রহমান
প্রচ্ছদ : মনতোষ বসাক
চিত্র ঋণ : গুগল ইন্টারনেট
ইমেল : subhabrb@gmail.com
বি .দ্র. : লেখা শুধু মেইলে পাঠালে গৃহীত হবে ।

সম্পাদকীয় :
ঘড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘণ্টা বাজে । আসলে সময় থমকে থাকে না । সারা পৃথিবী যখন সংকটে তখনও সে চলছে । শুধু জীবন ও জীবনের অর্থগুলো বদলে যাচ্ছে । হয়তো সব একদিন ঠিক হবে ! এই বিস্ময়ের ভিতর আশাবাদের বীজ লুকিয়ে আছে । আবার পাখিরা গান গাইবে । বাঁশী নিয়ে ম্যান্ডেলা তার রিক্সাটা ঠিক চালিয়ে নিয়ে যাবে এই মেঠো পথে । আমরা পুবের সেই সূর্যোদয় দেখবার জন্য অপেক্ষায় থাকছি ।
সীমিত পরিসরে কিছু লেখা নিয়ে কবিতা করিডোর জুন সংখ্যা প্রকাশিত হচ্ছে । লেখায় পরিবেশিত সমস্ত তথ্য ও লেখার যাবতীয় দায় লেখকের । উপস্থাপনায় কিছু ত্রুটি থাকলে সে সব দায় সম্পাদকের ।
ধন্যবাদ ॥ 

No comments:

Post a Comment