Tuesday, June 19, 2018

দমকা হওয়া
বিকাশ সাহা
=============
অলস নির্জন দুপুরে
ভেসে আসা একরাশ দমকা হওয়া,
অব্যক্ত এক বার্তা বয়ে নিয়ে,
পরিশ্রান্ত, ক্লান্ত সে আজ।
চাঁপা কান্না আর অস্ফূট কিছু
আবেগের মুহূর্ত ঠাঁসা মনটা,
সেই দমকা হওয়ায় শিহরিত।
তার বাহিত বার্তাগুলো যেন,
মনের প্রতিটি শিরা-উপশিরা,
অলিন্দ-নিলয়ে প্রবেশ করে,
খুঁজে নিচ্ছে সহোদরকে।
অস্ফূট সেই আবেগগুলো,
আজ বড়ই চনমনে,
অনাহুত অতিথির আগমনে।
চাঁপা কান্না গুলো আজ অশ্রু শুকিয়ে,
বিবর্তনের অপেক্ষায়।
মন খারাপের সিক্ততা কাটিয়ে,
ঝলমলে রোদ্দুর আর তাতে,
একপশলা বৃষ্টির লুকোচুরি খেলার,
মঞ্চ-স্থাপনের প্রচেষ্টায়,
ব্যস্ত আজ সেই দমকা হওয়া।।

No comments:

Post a Comment