Sunday, June 17, 2018


আমার তুমি
রৈবতী বন্দোপাধ্যায় ( চক্রবর্তী)


তোমার জন্য লিখেছিলাম এক রূপকথা , স্বপ্ন দেখতে দেখতে তেপান্তরের মাঠ পর হয়ে গেল,
আমার উঠোনে ভেসে থাকে কথাকলি নৃত‍্যের গান।
বিষাদের ঢেউ মেঘে তুমি মেঘমল্লারে, ছায়া সূর্য নেবে গেছে পূবের মাঠে ,
গাঁয়ের বধূর নূপুরে লেগে আছে উন্মাদনা, আবীর মাখানো সোহাগে ভরে থাকে সারারাত,
সানাইয়ের সুরে ভোরের গান,নিশি চুপিচুপি
ডাকে আমাকে ঝিলের ধাঁরে, গান গাইতে গাইতে 
আমি ঘুমিয়ে ঘুমিয়ে আঁকি আমার অনাগত ভবিষ্যৎ, আমার তুমিকে।

No comments:

Post a Comment