Wednesday, June 20, 2018

কবিতা করিডোর মে - জুন সংখ্যা

মে - জুন সংখ্যা 

"কবিতা করিডোর" এক নিজস্ব ভাবনার 

প্রচ্ছদ অঙ্কন : অভিশ্রুতি রায় 


সম্পাদকীয় 
সমুদ্র আমার কাছে আবেগের জায়গা । সে শুধু ভাসিয়ে নিয়ে যায় । কিন্তু সেই ভুল অচিরেই ভেঙে যায় , যখন দেখি সমুদ্র অনেক কিছুই ফিরিয়ে দেয় আমাদের । ফিরিয়ে দেয় বললে অনেক কম হয়ে যায় । ওর গর্ভে কতো যে সম্পদ লুকিয়ে রেখেছে ঈশ্বর সে কথা একমাত্র সেই বলতে পারে । সাহিত্যও এমনি এক সমুদ্র যেখানে ডুব দিয়ে আমরা কবিতা ,গল্প , উপন্যাস ও আরো কতো কী  যে দেখছি পড়ছি তার ইয়াত্তা নেই । আর এই মাধ্যমটিকে পাঠকের কাছে আরও সরলীকরণ করতেই ওয়েবজিনের ভাবনা । বেশ খানিকটা হেঁটে এলাম । আড্ডায় , করিডোর সম্মান প্রদান এই সবের মধ্য দিয়ে দায় ও দায়িত্ব অনেকটা বেড়ে গেছে । মাঝের একটা মাস নিয়ম মেনে  কবিতা করিডোর বের হয়নি । সেই দায় নিজের কাঁধে তুলে নিয়ে এই সংখ্যাটি মে - জুন সংখ্যা রূপে প্রকাশ করা হলো । পরবর্তী সংখ্যা ১৫ জুলাই প্রকাশিত হবে । 
প্রসঙ্গত বলে রাখা ভাল সমস্ত লেখার দায় লেখকদের নিজস্ব । সম্পাদক সে ক্ষেত্রে দায়ী নয় ।
       ধন্যবাদান্তে 
            শুভঙ্কর পাল 
যোগাযোগ : 9933770541


No comments:

Post a Comment