Tuesday, March 31, 2020

তাপসকিরণ রায়ের কবিতা--  
চিত্রঋণ : দালি

সময় যেতে যেত

সময় যেতে যেতে 
কিছু জীবনের ফেলে আসা পাঁক খুঁজে ফিরি 
একটা জলাশয়ে রাখা ছিল আমার পদ্মভ্রমর-- 
আর সেই রাজকন্যা। 
এখনও উদ্ধার হল না--
অযথাই কিছু কালিমা লেগে গেছে শরীরে 
গঙ্গাজল ছড়িয়ে-ছিটিয়ে ধুয়ে মুছে যাবে কিনা কে জানে !
তবু নিবেদন করি, আমার অনাথালয়, 
সেই পাঁকে জন্মাতে পারি যদি একটি পদ্ম-- 
তুমি দেখে নিও, 
সেই চরিত্রহীনতা ধীরে ধীরে মুছে যাবে। 

আগামী জন্মে 

ভাবতে ভাবতে সময় চলে যায়-- 
রিভার্সে তাকে বুঝি আর ফিরিয়ে আনা যায় না। 
যদি বলো জন্মান্তর আছে--
কি প্রমাণ পেয়েছ তার? 
তবু আশার মাঝে সৃষ্ট এক ঘর আছে-- 
তা থেকে কুড়িয়ে নিতে পারি কল্পবৃক্ষ। 
মনের আলোড়নে পৃথিবীর মন্থন হতে পারে। 
তবে তো ভাবনা নেই--
সময় আবার আসবে ফিরে, 
তাই বুঝি এই নদীটির তীরে 
আমরা প্রতীক্ষিত বসে থাকি--ওপারের সুখ নিতে 
পাড়ি দেবো আগামী জন্মে।

No comments:

Post a Comment