Tuesday, March 31, 2020

দীপাণ্বিতা রায় সরকারের কবিতা 

বাগদত্তা

যে পুরুষেরা ছিলা টান করে,
সামনে এসে দাঁড়ায়।
শরীরে বৃষ্টির মতো মোহ,
কর্তুজে ধার।
অমন পুরুষের বাগদত্তা হবো না।

শিকারির মতো সংযম পুষে রেখেছে,
খুব শক্ত ম্যজিকের মতো  বশ।
নল ঘোরালেই যার অমন লক্ষ্য ভেদ।
সে  অনুতপ্ত শিল্প রাখে কেন?

অমন পুরুষের  বাগদত্তা হবো না।

No comments:

Post a Comment