Tuesday, March 31, 2020


উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়ের কবিতা 

অসুখ



পাথরের ঘরের নিচে শুয়ে আছে যে পুরুষ
তার হৃদয় জুড়ে অগণিত ব্যালকনি উৎসব

তুবুও সে কান্না বোঝে না কিংবা গান
স্তব্ধতার ভাষায় হাসি লিখে রাখে ক্ষত কিংবা অসুখ।

ভাঙার গান মানুষ বোঝেনা কিংবা মন 




     অকবিতা



আমি তাদের কিছুতেই বোঝাতে পারি না 

সব বিবাদের মূলে রয়েছে এক গভীর ষড়যন্ত্র
যে রাস্তায় তাদেরকে আটকে রাখা হয়েছে
সেই নিরুত্তর ঠিকানার কাছে 
আজও আমরা ঠিক পৌঁছতে পারলাম না

শুধুমাত্র কয়েকটিশব্দ প্রয়োগে  জানান দেওয়া হলো,
দেশ বলতে আসলে একটা ভৌোলিক সীমারেখা

No comments:

Post a Comment