Tuesday, March 31, 2020

দাবানল 
রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 


গহন রাত্রি পেরিয়ে উদ্দাম সুখায়ত তোমার বন্ধনী আমাকে নিয়ে যায় সম্মোহিত ব্যারাকে ৷ সুকুমারী চালে খুলে যায় ভোরের আগল ৷ সারারাত  আমার গা থেকে খসে পড়েছে যে পাপড়িরা , তাদের কুড়িয়ে নিয়ে , একেএকে জুড়ে দিই শরীরের খাঁজে ৷ তবু প্রতিনিয়ত তোমার স্পর্শের অনুচ্চারিত অনুরণন আচ্ছন্ন করে রাখে আমার বোধকে ৷ থিতানো রাত্রির গায়ে মুহূর্তের আমিষ ক্যালিগ্রাফি ৷  তরুদের বাকলের ভাঁজে ভাঁজে জমে আছে বাসি ঘাম , ভাপ ওঠা নিঃশ্বাস ৷ ভৈরবী স্রোতে তোমার পরিযায়ী গমন ছিন্ন করে অস্হায়ী নোঙর ৷ 
আমি বারুদের গ্রাস গিলে আগলাচ্ছি আমায় ৷  
ঝরা পাতার বুকেও যে আগুন আছে প্রমাণ পাবে আসন্ন গ্রীষ্মে দাবানলের সময় ৷ 

No comments:

Post a Comment