Tuesday, March 31, 2020


সুব্রত মণ্ডলের কবিতা 


আঙুলের_কথা_১২

আকাশ ঘনিয়ে আসছে___
অন্ধকারে ভাসমান মেঘ যেন এক একটি লন্ঠন
মনে হচ্ছে দূরে কেউ নেই
সমস্ত প্রায়শ্চিত্ত নিয়ে আমার বিছানা মরে পড়ে আছে
সস্তার বিড়ির মতো আমি পুড়ে যাচ্ছি তারই এক কোনে
সমস্ত মানুষ, একদিন এভাবে পুড়ে যায়___
পুড়ে গিয়ে ছাই হয়
অনন্ত দরজার ভেতরে হাওয়া আসে
কেঁপে উঠি, ভয়ে
বুঝি ভোর হয়___
মানুষের লাশের উপর হেঁটে যায় সহস্র মানুষের পরিচয়



আঙুলের_কথা_১৪

সমস্ত প্রশংসা থেকে আঘাত খুঁজে বেড়াই
হে ধানক্ষেত, লাড়াদের বিচরণ নিয়ে আজ কিছু অন্তত বলো তুমি
লাঙ্গল বৃদ্ধ হলে সেওতো বেঁচে থাকে গর্ভবতী মাটিকে ছুঁয়ে
এসব খারিপ দিনে তোমাকেই
চিঠিতে লিখে যাচ্ছি প্রান্তিক মানুষের শোক 
আমাকে ভুল বুঝে কিংবা ভালোবেসে যারা দূরে চলে গেছে
যারা ঘর বেঁধে সুখে আছে পবিত্রতার ওমে
                                                       সকলের চৈতন্য হোক

No comments:

Post a Comment