Tuesday, March 31, 2020

দাঁড়াবার জায়গা 
পৃথা চট্টোপাধ্যায় 


কোথাও একটু দাঁড়াবার জায়গা নেই 
অথচ জ্বরে পুড়ে যাচ্ছে তোমার গা
গনগনে রোদ মেখে  সেই  থেকে দাঁড়িয়ে আছি তোমার পাশেই
তোমাকে শীতলতা দিতে পারি না 
দিতে পারি না দাঁড়ানোর জায়গাটুকুও

সাধ আর সাধ্যের টানাপোড়েনে ভর করে 
স্বপ্নে এগিয়ে  আসছে ঘরদোর 

কেমন যেন ভয় করে
হাওয়ার দীর্ঘশ্বাসে উড়ছে তোমার রেশমি চুল
আশরীর আমি লুকোতে চাই 

কারণ আমারও দাঁড়াবার জায়গা নেই 
আমারই দেশের মাটিতে 
                 



প্রজাপতির দুঃখ আঁকতে চাই নি 


শস্যচাষের গভীরে কোনো বিশ্বাস খুঁজি না
কারণ ,বিশ্বাস সবসময় বিশ্বাসী হয় না।
একটা জলছবি আঁকা মেঘ 
পুষে রেখেছি বুকের খাঁচায় 
মেঘ তো একদিন বৃষ্টি হয়ে করবেই

জানো এই অসময়ে হিমেল হাওয়ায় 
উড়িয়ে দিয়েছি অজস্র প্রজাপতি 
শব্দের মিছিলে তারপর ছাড়িয়েছি সীমানা
মধুমাস রঙের আবীরে ফিরিয়ে দিয়েছে 
জমাট প্রজাপতির দুঃখ 
অথচ আমি তো প্রজাপতির দুঃখ আঁকতে চাই নি 
শুধু চেয়েছি ঘাসের গালিচায় আসুক আমাদের নবজাতক ।

No comments:

Post a Comment