Tuesday, March 31, 2020


মৌন ফাগুন  
ছবি ধর 



আমিও  চললাম  সেখানে 
 যেখানে পাখীদের  দরবার বসে  রোজ   
অর্গানিক বাগিচা  ভরপুর  অম্লজানে  l
দিনভর  কুহুতান  টুকরো  টুকরো   দানা  আর  সবুজের  টানে l
 পাহাড়ের ঢাল  বেয়ে  ঝর্ণা  কলমে  লেখা  জল নামে  সেখানে l
চখাচখি   আর  বালিহাঁস  লুকোচুরি  খেলে  
 দ্বীপ  জেগে থাকা  নদীর  মাঝখানে l
যেখানে শিমুল - পলাশ বাতাসে  ছড়ায়  ফাগুন
কৃষ্ণচূড়ার  গাছে  গাছে  ফুলের  পাপড়িতে   যেনো  জ্বলছে  আগুন l
   পাতায় -পাতায়  করতালির গুঞ্জন 
কলহ নেই কোনো  , চুপকথা  অন্তহীন  l
এক অদ্ভুত  বসন্ত  বিরাজমান   - 
আমি  একনিষ্ঠ   মৌন শ্রোতা  হবো  সেই  ফাগুনের l


No comments:

Post a Comment