Tuesday, March 31, 2020

মার্চের চিঠি 
শুভঙ্কর পাল


মার্চের শরীর , একজোড়া জুতো , একটা পুরোনো গাছের সমস্ত পাতা
এই শহরেই একটু একটু মেঘ চেঁচাতে থাকে আলোর জন্য
রাত নামার পর সুপুরি গাছের মাথায় চাঁদ ও স্বপ্ন
আর পাহাড়ে পাইনের নীচে আমাদের ক্যাম্প ফায়ার
বাদামি আগুনে পুড়তে থাকে রাতের খাবার
প্লেটের কানায় কানায় ক্ষুধার স্যালাড  শশা গাঁজার কুঁচি
আলগোছে নিজেকে সমর্পণ করি আলগা শরীরের ভিতরকার
বিভাজন একান্তই ব্যক্তিগত
প্রেমিকার চিঠি আমাকে সীমান্তের গান শোনায়
নরম চাঁদেলা ছায়ার ভিতর বুনো হাঁস ভিড় করে
রাত্রি আরো দৃঢ় হলে বরফের স্ফটিক একটু একটু জিভ দিয়ে শুষে নিই
বয়সের সন্ধিক্ষণ পেরিয়ে যাই চাঁদের হা -মুখের ভিতর
এখন নদীরা নেমে যাবে , বয়ে নিয়ে যাবে যেটুকু সঞ্চয়
গোলাপের দিন , ঘুমের বালিশ সিনেমার নায়কের  দৃষ্টিভ্রম
ঘুম পাড়ানি লাল নীল দেবতাদের উৎসর্গ করে
কিছু উপহার নৈবেদ্য সাজিয়ে নিশ্চুপ ভুট্টার ক্ষেতে দেবীরা মুখ লুকায়

No comments:

Post a Comment