নীলিমা দেবের কবিতা
নীল থেকে
1.
হুট করে চেপে ধরেছি বৃষ্টি
পড়ার মুহূর্তের
ঠিক ২ সেঃ আগেই
এখন
বৃষ্টি আর নীল
নীল আর বৃষ্টি
ভাঙা তোশকের গুঁড়ি গুঁড়ি সাইকেল …
2.
যেভাবে
বৈঠা জানে নৌকোর আরাম
থামে
তো থামে না
জল
মুচড়ে মুচড়ে ১,২,৩,৪
নদী ভাসে,
জল ডুবে
শুকনো
নীলে ক্যাজুয়েল হয়ে আসছে এলোমেলো মাটির স্তন
হুক
আর বৈঠা কিন্তু সিমিলার নয়……
3.
মেসেঞ্জারে
লেখা ছিলো
“সার্চ”
.
.
.
.
.
কাঁদা
পর্যন্ত নেমে গেলাম চাঁদে
যতক্ষণ
বেরিয়ে এলাম
লুকিং
গ্লাসে স্লো হয়ে আছে একজোড়া জল ……
4.
বৃষ্টির নিচে হাত দিলাম
সব ফোঁটা একসাথে কুঁড়েঘর
পাগলী আকাশ রটাতে পারছে না রাত
শব্দ সব পড়ে আছে মাটিতে
অলিখিত ……
No comments:
Post a Comment