ঈর্ষা যখন
অভিজিৎ দাশ
ঈর্ষা যখন মনের কোণে বাসা বাঁধে
অন্যের ক্ষতিই তখন একমাত্র কাম্য
চোখকান খোলা রেখে অবশ্য তাই
হয়ে উঠি অনন্য অমানুষ।
অন্তর থেকে উল্লাস ধ্বনি
ভাসিয়ে দেই অনন্ত ইথারে।
হিংসায় ভরা কাল ক্যামেরা বন্দী করি
সেলফিতে ভরে ওঠে চলভাষের গ্যালারি।
No comments:
Post a Comment