ব্যাটন
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
পৃথিবীর অন্তিম স্টেশান থেকে ফেরার সময়
কিছু লাল নীল হলুদ সবুজ বেলুন কিনে এনেছিলাম
কিছুদিন পর বেলুনের ভেতরের বাতাস ফুরিয়ে আসতে লাগল
আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না
চামড়া থেকে অনবরত ধুঁয়ো উঠতে লাগল
মাথার চুল ঠোঁট নাভিকুণ্ড পুড়তে পুড়তে
পায়ের পাতা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেল
সেই ছাইগুলো জড়ো করে আমি অস্থি বিসর্জন করতে গিয়ে দেখি
সেখানে আগে থেকেই আমার ক্লোন
রিলে রেসের ব্যাটনটা নিয়ে দাঁড়িয়ে আছে৷
No comments:
Post a Comment