Tuesday, June 22, 2021

দ্য লাস্ট ডে’জ অফ দ্য কনডেমড।। 

ফারহানা রহমান 




কোনো তৃষ্ণাই কি মেটে
আনন্দ, বেদনা কিংবা বিশুদ্ধ সৌরভের?

এ হৃদয় তো এক কোমল পাখি  
কখনো বা বন্দি থাকে খাঁচায় ; 
কখনো উড়ে যায় আকাশে 
আবার মাঝেমাঝে বুনোহাঁসের মতোই 
কুয়াশায় ডুব দেয়,
.  
দ্যাখো অঝরে যে বৃষ্টি ঝরছে 
আনন্দ নগরীর ঝলমলে উচ্ছ্বাসে    
সেখানেও কোথাও কোথাও থাকে 
কবরের অন্ধকার 
আর তখনই বহুদূর থেকে ভেসে আসে স্মৃতি।
এক একটি আঁচড়ই তো এক একটি ক্ষত 
এই পৃথিবী ধারণ করে চলেছে সেইসব ক্ষয় 
ওখানেও থাকে মন ছটফট করা দুপুর 
উদাস করা গোধূলির মায়াময়ী আলো 
আমি মোসাফির হয়ে যাই 
.   
এ এমনই এক আশ্চর্য মৃত্যুর মতো অনুভূতি 
যা আমার চলাকে পিছনে ফেলে চলে যায় 
আর চোখের সামনেই
আরও জোরে এগিয়ে চলে 
জনশূন্য মালভূমি।  

কাল সারারাত একটি পাখিকে বুকে নিয়ে ঘুমাতে চেয়েছিলাম বলেই কি
আমাকে এভাবে শবের মিছিলে ফেলে চলে গেলে?

No comments:

Post a Comment