ভারতবর্ষ
আলো বলতে যা কিছু জেনেছি আজ তা অন্ধকারের সমার্থক
আঁধার বলতে যা কিছু দেখেছি
ছায়াও ভয় পায় সে আঁধারে ডুব দিতে
মৃত্যু আজ অসহায়। পাথরের থেকেও নিষ্প্রাণ।
দরজা খুলে রেখেছি আজ
চলে যেতে বলেছি তাকে, অথচ সে তো
থাকতেই চায় না আজ আর এই মাটিতে
শকুন ওড়া দিনের গল্পে আজ খুঁজে পাই
ভারতবর্ষকে। শিরদাঁড়া হীন ভগ্ন পিঠে
নর মুণ্ডের গোলাপ ঝুলিয়ে হেঁটে যেতে।
No comments:
Post a Comment