Monday, June 21, 2021

প্যাটার্ণ

শিপ্রা পাল। (লাভলী)




একটা প্যাটার্ণ, কোথাও লাইট কোথাও ডার্কনেস
না কেউ ছিলো না কেউ আছে,
অনন্তকাল আটকে থাকা আলো-আঁধারীর ছায়া,   ধীরে-ধীরে কেমন এক পোকা হয়ে উঠছি। 

ভেতরের ভেতর যখন সক্রিয় হয়ে ওঠে, তখন সৃষ্টি  ভাঙ্গনের লড়াই 
ভাবিয়ে তোলা নানা অসুখ জ্বালাপোড়া ছুঁড়ে দিয়ে বলে, আসলে জীবন এমন নয় বা অমন নয়। 

এ-ও এক ছটফটানি খেলা
আরো অতি ক্ষুদ্র পতঙ্গের মতো টালমাটাল দুঃস্বপ্নপীড়িত উদ্ভট অনুভূতি
চারপাশের অন্ধকারে হাতড়ে বেড়াই। 

অস্তিত্ব শূন্য ফক্কা আওয়াজ
মাটিতে মিশে যাওয়া রূপান্তর গল্পের চাবিহীন ধাঁধা। 

No comments:

Post a Comment