কবিতা করিডোর , জুন সংখ্যা , ২০২১
সম্পাদকের কলমে
নিয়মিত হয়ে ওঠার চেষ্টা করে করে আজও সেই চেষ্টা করে যাচ্ছি । মাঝে মাঝে কিছু সংঘাত জীবনকে থমকে দিতে চায় । কিন্তু জীবন মানে তো চলমান একটা নদী ।থেমে যাওয়া নয় বরং বিরতির প্রয়োজন আছে । কিন্তু এই আতিমারির বিরতি মানুষের বেঁচে থাকাটাকেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে । তবুও হারতে আমরা শিখিনি । বরং আশাবাদের ভেলায় চড়ে আমরাও বেহুলার সত্তা নিয়ে বেঁচে আছি । দেশের অর্থনীতি যখন মুখ থুবড়ে পরার উপক্রম , মানুষের বিশেষত সাধারন খেটে খাওয়া মানুষ যখন গৃহবন্দী তখন সরকার পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি করে মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে । স্বাভাবিক ভাবেই এই সব ভাব ভাবনা লেখার মধ্যে ছাপ ফেলছে । তবুও কবিদের নিজস্ব একটা জগত থাকে । সে নিজের মত করে নিজের লেখাটাই লিখে যায় । আমরা শুধু সেই অক্ষরের ভিতর নিজেদের যাপনটাকে খুজে নিই । এই সংখ্যা শুধুই কবিতার হলেও মনোনীতা দির একটা গদ্য আছে ।
প্রচ্ছদ ও অলংকরণ – শুভঙ্কর পাল
অলংকরণ চিত্র সংগৃহীত হয়েছে গুগল সার্চ ইঞ্জিন থেকে
যোগাযোগ -শুভঙ্কর পাল ( সম্পাদক )
সহ সম্পাদক – সব্যসাচী ঘোষ
উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক – রাজেশ চন্দ্র দেবনাথ
বাংলাদেশে বিভাগের সম্পাদক – ফারহানা রহমান
ই-মেইল – subhabrb@gmail.com
মুঠোফোন – ৯৯৩৩৭৭০৫৪১
No comments:
Post a Comment