Tuesday, June 22, 2021

 



সম্বল
পার্থ সারথি চক্রবর্তী 

অক্ষরে অক্ষরে ডুবে থাকার সংকল্পে
- বিভোর যে মনপ্রাণ 
তার কাছে দিন কী, রাতই বা কী!
আলোর ঝাঁঝ বা অন্ধকারের নির্মমতা-
একই রকম আঘাত নামিয়ে আনে।

জাগতিক সব মোহ, আকাঙ্খা কবেই ঘুচেছে-
শুধু মেরুদণ্ডটাই আঁকড়ে ধরে আছে
শেষ পর্যন্ত, সেটাই একমাত্র সম্বল।

1 comment:

  1. "শুধু মেরুদণ্ডটাই আঁকড়ে ধরে আছে
    শেষ পর্যন্ত, সেটাই একমাত্র সম্বল।"... স্মব্ল সহায়েই থাকুন ।

    ReplyDelete