Monday, June 21, 2021

হে শূন্যবাক

প্রণব চক্রবর্তী



যারা জানে তারাও বলেনি
না জেনে দৌড়েছিলো যারা
ফিরে আসবার আগে
একবার আকাশ ও মাটি
একবার নদী ও বনতল
খুঁজেছিলো ঘুমের ভ্রমণে...

এটুকু বলেই উড়ন্ত জঙ্ঘা
স্তণাগ্রের স্ফীত দম্ভ
বিদ্যুৎ ঝিলিকের মত
ঝলসে দেয় আমাদের অপূর্ণতা--

যাবতীয় হাল ও লাঙল
যাবতীয় মুক্তি ও জিঘাংসা
অতিক্রম কোরে ক্রমেই খুঁজতে থাকি
জানা বা না-জানা
অনন্ত উপেক্ষার শেষে
এক নিরাভরণ তিমির
বিলীন হবার জন্য
একান্ত জরুরী...

2 comments:

  1. বাঃ সুন্দর একটি কবিতা পড়লাম।

    ReplyDelete