মেঘমল্লার
- সৌভিক বন্দ্যোপাধ্যায়
চৈত্র দিনের শেষে আচমকা অন্যমন এই কলকাতা
ভাঙাচোরা গলি - অসহায় ও শর্তবিহীন
অপসৃয়মান রোদের ট্যাক্সিতে সওয়ার অনিশ্চিত প্রেম-প্রস্তাব
জি.পি.ও.-র সামনে ইতস্তত ভিড় -
রেসের মাঠের সন্দেহজনক বুকি
দেশলাই চায় হাইকোর্ট-উকিলের কাছে
বন্ধ স্টক এক্সচেঞ্জের রাস্তায় হেঁটে যায় হারানো কলিগ
আচমকা অন্ধকার চারদিক
তাড়া খাওয়া জন্তুর মতো ছুটে যায় ত্রস্ত বাস
হাওয়ায় উড়ে যায় বাড়ি-ঘর-লোক
আকাশের দিকে মাথা তুলে মনে পড়ে -
দুঃখ ও উচ্ছলতার ভেতর ভেসে থাকা
তোমার আশ্চর্য মুখ , সেইসব মেঘমল্লার ...
No comments:
Post a Comment