হারিয়ে যাওয়া
রিমি দে
সন্ধেগুলো চাঁদ ছুঁয়ে ছুঁয়ে মাঠ ছুঁয়ে ছুঁয়ে
অন্ধকারের দিকে এগোতে
থাকে
মাঠ সন্ধে ছুঁয়ে ছুঁয়ে অবসরের দিকে
পথ হাতড়ায়
চাঁদ ভেবে পথ মাটি খোঁড়ে
কেঁচোরাও সাপ হয়ে দেখা দেয় অকস্মাৎ
সাপেরাও কেঁচোর শরীরে প্রবেশ করে
বিষাক্ত কৃষক হয়ে মাঠ হয়ে যায়
আমি চাঁদ ভাবে
বিষ পান করি গোটা মাঠ জুড়ে ঘুরে ঘুরে
২
কিছুটা বিষন্নতা ভাঙ্গিয়ে নিলাম
বদল এল কিছুটা
গোধূলি জুড়ে মলমল কাপড়ের
নরম ছড়ানো
ওম আসতে থাকে ধীরে
বদলে যাওয়া ফুল্ হারিয়ে
যাওয়া পশুপাখি পরে নেয়
হাঁটতে হাঁটতে বন তার
ভূমি ছুঁয়ে দেয়
গোপনে মেপে নেয় ব্যক্তিগত
প্রাচুর্য
ক্ষয়ে যাওয়া ফুল থেকে টুপটাপ
রক্তজবা ঝরে গেলে
ভাঙ্গা ভাঙ্গা মরুভূমি
তার গহ্বর খুলে দেয়
আমি হারিয়ে যেতে থাকি
একটু একটু করে
No comments:
Post a Comment