Sunday, June 20, 2021

 কমল সরকারের কবিতা



সহযাপন

(১) সাহচর্য 

তুমি হাত ধরে নিয়ে যাবে —
এই লোভে বারংবার 
পঙ্গু করেছি নিজেকে । 

(২) পথভোলা

তোমার সঙ্গে আরও একটু হাঁটবো বলে
গন্তব্য ভুলে গিয়েছি আমি —

ইচ্ছানুসারে। 

(৩) সাকিন

বস্তুত আমার  ঠিকানা ছিল না কোনো, 
অথচ তোমার সাথে ছায়ায় বসলে
সামান্য গাছতলাকেও মনে হয়েছে
নিজস্ব আশিয়ানা৷ 

(৪) ঘর

চার দেয়ালের এই ক্ষুদ্র আয়োজন,
তুমি এসে পা দিলে যেই
গোটা দুনিয়া তারও চেয়ে
ছোট্ট লেগেছে। 

(৫) যাপন

আমার খরায় বৃষ্টি তুমি
তোমার হিমে আমার ওম,
এই জীবনে ছয়টি ঋতু —
মনে হচ্ছে বড্ড কম! 

No comments:

Post a Comment