জিপসিদের তাঁবু
যাদব দত্ত
বোশেখে আমগাছ জামঝগাছের দুপুর
দাঁড় বাইছে
বিকেলের কমলালেবুর গায়েও ঘাম
আকাশ জুড়ে তখন চাইতাম ঝমঝম
জলের ফুল দেখতে
ছোটবড় ভিত সবাই বলতো
কাতর কিসে মেঘের চরণ
তিনটে লাঙ্গল চলছে মোহনপুর মৌজায়
অসীমের চাষবাসের আমি কি বুঝি
তখনই গাইবাছুর আর কোকিলা পুকুরে বৃষ্টি এলো
এই টিয়ার ঝুঁটিকে কে নাড়া দেয়
তার লেজের হাওয়া ছুটছে আমগাছের দিকে
এও এক স্বনামের রণপা
মাটিতে গাছপাকা পড়বে আর দূর বেঁকে যাবে
ফলের ভেতর ঢেউ চটকা ভ্রু
গোপন সাজানো চোখের ফাটল
এখানে মনযোগ চিবিয়ে গাছে ওঠা
মাছেদের ব্যপার
শুধু বুঝি বুকে এই বিকেলের তামা
একটু ঘসে দিলে চকচক করে
পাখিদের ডানা ঝাড়া
চঞ্চলতা ঝুমকো ঢালাই এ আবার এলাম
সবুজ পিছলানো পুকুরের পাড়
গানমুখি ছোপছোপ
ছাতিম ফুলের গন্ধ ঢালছে
ছোটছোট দুলুনি ফেলছে জ্যান্ত জল
কত সাবান অঙ্গে গলেছে ঝাউপ্রভাতের
মাংস আর সরু চালের পথ
কেউ গাভিন করে যাইনি ছোট উজ্জয়িনী
আজও টিয়ার ঝাঁক টেনে টেনে চুল বাঁধছে
জল তাকিয়ে তাকিয়ে সম্পর্ক পেকে ওঠে
উঁচু চিল নিল আলো তুবড়ে দেয়নি
ওৎ পেতে কত ভেতরে ঢোকার গুজব
পাশে সম্ভ্রমের নিলকুঠি টের পায়
তার গম্বুজ ঢেউ লতাপাতায় হারিয়ে যাচ্ছে
মনিকর্ণিকা মাথাতেই আসেনি
নৌকায় ভাসতে ভাসতে মনে হয়েছিল অশোক
কত ছোটছোট হর্ষবর্ধন
আফসোসগুলো সেখানে পুড়ে যাক
চোখের পেট্রল বাঁচাও হাঁটুজলের ঝর্ণা বলেনি
বলেছে সাদা কাগজে জিভ খাদ্য টুকেটুকে
চলা ভরিয়ে দাও
No comments:
Post a Comment