মিন্টু দাসের কবিতা
শিরদাঁড়া বিষয়ক ১
আমাদের শিরদাঁড়া ভেঙে গেলে
দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা করিনা আর!
তাই এই প্রতিবাদ হীন
সরীসৃপ জীবন!
গর্তের মধ্যে লুকিয়ে থাকার
একটা সুবিধা আছে।
আরও ভালো হয়
যদি শীত ঘুমে চলে যেতে পারো!
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারবে
কিন্তু খাদ্য ও বস্ত্রের প্রয়োজন হবে না।
প্রয়োজন হলেও কাউকে বলতে পারবে না!
বললেও শুনছে কে ?
সরীসৃপ হবার এটা অবশ্য একটা
অসুবিধা বৈকি!
মনে রেখো, সব সাপ কিন্তু
বিষ হীন নয়!
আবার বিষহীন সাপও গিলে খায়
বৃহৎ স্তন্যপায়ী।
আমাকে দেখে ভয় পাওয়ারও কিছু নেই।
একটা উদাহরণ দিলাম মাত্র!
আসলে আমরা প্রত্যেকেই
এক একটা বিষ হীন
ঢোঁড়া !
কামড়ে দিলেও বড়জোর একটা অ্যান্টিসেপটিক ক্রিম
কিংবা টিটেনাস ইঞ্জেকশন!
ব্যস বুদ্ধি শেষ !
______________________________ _
শিরদাঁড়া বিষয়ক ২
শিরদাঁড়া নেই আমাদের
এর বেশি আশা করা
তাই বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।
তারচেয়ে বরং আরেকটু গর্তের ভিতর
ঢুকে যাওয়া যাক!
আরেকটু নিরাপদ আশ্রয়...!
চুপ থাকা, আর প্রতিবাদ হীনতা।
শুধু নিজেকে ঘৃণা হলে
একবার জোরে শ্বাস নিয়ে চেঁচিয়ে বোলো
এই বেশ ভালো আছি
শিরদাঁড়া সোজা না হলে
এর বেশি আশা করা বৃথা।
No comments:
Post a Comment