হিসেব
কড়ের আঙুল, গুনতি তখন পাকা।
আধখানাতে সহজ বড়, চাঁদ ফলকে ঢাকা।
মধ্যে কত জল, ছান্দিক স্রোত কত!
কিছু তবে ডোবাই যাক, হিসেব বর্হিভূত।
ঘরের আগল, তার্কিক তটরেখা,
মাপ পরিমাপ সন্মতি পাক, রোদ বিলাসী শাখা। ।
বটের শিকড়, দেহের শিকড় যত।
বাঁধন কিছু খণ্ডিত হোক, হিসেব বর্হিভূত।
মনের আড়াল, বাষ্পের ভেদ দেয়াল,
কিছু তোমার মতোই আলো, কিছু মিয়ম্রাণ।
হিসেব গুলো, সমানুপাতেই ভব।
তোমার ছুঁলো দীপ্ত আবেগ, আমার ছুঁলো ক্ষত।
আমিও এমন! এলোমেলো অগোছাল,
সদর্পে তোমার এগিয়ে যাওয়া, আমার টালমাটাল।
হিসেব হলো, হিসেব বর্হিভূত,
তোমায় ছুঁলো দীপ্ত আবেগ, আমায় ছুঁলো ক্ষত।
No comments:
Post a Comment