মেঘলা সনেট
মহুয়া বৈদ্য
অনেক সময় গেল উত্তরের ক্ষীণ অবকাশে
অপেক্ষার ফিসফাসে কেটে যাচ্ছে একটা বছর
এখনো ফলন্ত মেঘ চুপিসারে বার্তা নিয়ে আসে
প্রশ্নের ফলকে কার নাম লেখা হয় অতঃপর?!
বারণ ছলকে ওঠে! প্রতিদিন একই প্রশ্রয়ে!
নিজেকে বাঁধতে বসে দড়ি খুঁটি সব একাকার
যক্ষিণীর অপেক্ষায় কুরচি ফুলের সাজি নিয়ে
মেঘ চলে...বৃষ্টিপাত! ঝরে যায় ক্লান্ত নিরাকার
এত ভালো অবসান, কখনো তা তুলনা রহিত
জল পেয়ে চারাগাছ, আর কিষাণীর উনোমাটি
প্রেমসহ জেগে ওঠে, মাটির আনন্দ পরিমিত
তোমাদের খাদ্যরূপে শরীরকে করে পরিপাটি
এই অনিঃশেষ ঝরে যাওয়া তবে একাধারে ভালো,
আমি মহুয়া বৈদ্য লিখছি,
ReplyDelete" অপেক্ষার অবসান পরিপূর্ণ পৃথিবী জানালো "
শেষ লাইনটি কোনোভাবে বাদ চলে গেছে।