আরাধ্যা এবং রাসনগরী
যে প্রস্তাবে আমি মেঘ পাঠালে তুমি চলে যাও রাসনগরী
সেই প্রস্তাবে আলোর মিছিল মিশে যায় কথার সংসারে
দেখি মোড়ক উন্মোচনের পূর্বেই
উপঢৌকন পড়ে থাকে আস্তিনে
চোখে অনন্ত অনুভূতি মেখে
ভুলে যাই অচ্ছুত কোনার্ক দৃশ্যায়ন
ঘূণের বসতি কাঁটাতার এঁকে রাখে হৃদয় সংঘাতে
তবু অনুভূতি বুনে রাখি গোধূলি আকাশে...
আর মেলাতে থাকি - অপেক্ষার রঙ
কতটা ঘনীভূত এই পরবাসে
No comments:
Post a Comment