Monday, June 21, 2021

আরাধ্যা এবং রাসনগরী


শুভদীপ রায়


যে প্রস্তাবে আমি মেঘ পাঠালে তুমি চলে যাও রাসনগরী 
সেই প্রস্তাবে আলোর মিছিল মিশে যায় কথার সংসারে 

দেখি মোড়ক উন্মোচনের পূর্বেই 
উপঢৌকন পড়ে থাকে আস্তিনে 

চোখে অনন্ত অনুভূতি মেখে
ভুলে যাই অচ্ছুত কোনার্ক দৃশ্যায়ন

ঘূণের বসতি  কাঁটাতার এঁকে রাখে হৃদয় সংঘাতে 
তবু অনুভূতি বুনে রাখি গোধূলি আকাশে...
আর মেলাতে থাকি - অপেক্ষার রঙ
কতটা ঘনীভূত এই পরবাসে

No comments:

Post a Comment