আশা কাব্য
বৈদূর্য্য সরকার
চাকা গ্রাস করেছে মেদিনী বর্ম ছিঁড়ে নতজানু,
জীবানুরা নিয়তির মতো গ্রাস করছে জীবন
সামনে কে নিয়ে আসে মহাকাব্য বিশল্যকরনী !
অন্ধ হয়ে আসা দিনে কারাগারের শিকল ছিঁড়ে
কবে আসবে সেই বালক, আবহমান বিশ্বাসে
নির্বিকারে মুখে করে শুষে নেবে পুতানার বিষ...
বেজে ওঠা বাঁশিতে ভেসে আসবে আরোগ্যের গান।
ভ্যাক্সিনের লাইনে দাঁড়িয়ে আগামীর আশা নিয়ে
গনগনে দুপুর পেরিয়ে কোথায় দাঁড়ায় মায়া,
অসাড় পৃথিবীতে দাঁড়িয়ে কবে হাসবে জীবন
রঞ্জন ছুটে আসছে স্বেচ্ছাসেবকের আশা হয়ে ।
No comments:
Post a Comment