সমীরণ ঘোষের কবিতা
কয়েক টুকরো
১
হাড়ের বেড়াল লুব্ধকের কুকুরকে ডাকছে
নির্বিশেষ ভাষার সূর্যাস্ত
মিউ আর ঘেউঘেউ
জিভের বরফ থেকে বরফের জিভে
২
তা দিয়ে ফোটানো এই রাতের মাসুম
মা কোমলের। পাহাড় টপকে আনাগোনা
হাড় লিচ্ছবি বংশের। প্রেতের সামান্য
ঘটনা পুড়ছে লাল ক্ষতে
৩
অপচীয়মান এই ভাবনাবিন্দু। সরলরেখার হাঁস
কাঠের পৃষ্ঠায় বাঁট অল্প দুলছে
সন্দেহবশত ফলা। বোবা। বিরক্তিসূচক
মাংসের সারিন্দায় বসে ছড়ের বগান
৪
মাথার আকাশে মাছ। লাল বালিয়াড়ি
পিনে গাঁথা নৈঃশব্দ্যের ঢেউ
ডাকটিকিটের দেশ। চ্যাটচেটে। আঠার ভূগোল
৫
বোবার নৈঃশব্দ্যে অন্ধ এক নৌকো ঠেলছে
৬
কচুরিপানার বোবা জলকে দোলাচ্ছে। এই শোক
কোপের আঙুলে ফুটে কোপের শালুক
ঝুমকোর তুমিও। কাটা। মুণ্ডসাধনার একপেশে
খুলি জিভের অবিবেচক। হিসহিসে
গোয়ান্দাপ্রবণ
৭
খাঁজের করাতে জল। নদীর বধির
দু'দিকেই পাখি। রেখার হাঁসুলি। লাল পরিখার
জিভ তামার বিদ্যুৎ। সাপও হাসছে
জ্যোৎস্নাবর্বর শিস। লেফাফার রাতের খোলস
৮
হ্যাঁ দিয়ে না-এর সিঁড়িতে কেউ পেরেক পুঁতছে
তাওয়ার জ্যোৎস্না ফুঁটে ঘিলুর অর্ধেক
অর্ধেক সমুদ্রকেলি। লাভার গমক
৯
গানের দোনলা থেকে পাখি ছুড়ি
পিখির পিতল ওড়ে। সিঁধকাটা লোহার আকাশ
১০
কাচের বাক্সে তুমি আমাদের ভ্রূণের নতুন
No comments:
Post a Comment