মান্টো বা মন্টু
স্বপন রায়
সুখ থেকে পাখি উড়ে গেলে
গোলা হয়
আর্মেনিয়ান ঘাটে ‘কিংবা অথবা’ পায়রারা
একটা সুখ
তো আরেকটা মান্টো
মান্টো পায়রাদের নিয়ে কিছু লেখেন নি, কেন
কিছু জানা আছে হে জল, হে নদী
বক বকম পিছলে যাচ্ছে ঘাটে
কব্জিতরল মান্টো
সুখ নিয়ে লিখেছেন কিংবা দুঃখ নিয়ে
অথবা একটা আঙুল নিয়ে লোফালুফি খেলছে
জার্সি গরু ম্যাঙ্গালিকা শূওর
আর ঘাট কিছু নয়, রেফারি, রেফারিরা গান গায়
বাপ নেই তোর বাপ নেই তোর
বাপ নেই তোর রেফারি
পাখি ওড়ে
সুখ হয়, হয়ে পর্দা নামিয়ে দেখে কলকাতা সাঁতার কাটছে
গঙ্গার চাউনিতে
ভোর হল তবে...
No comments:
Post a Comment