Monday, June 21, 2021

 আঁচল

 সোমা সাহা পোদ্দার


 

মায়ের আঁচলে মুখ ঢাকে রোদ
ভেসে আসে প্রথম বর্ণের উঠোন।
চেনা দরজায় পরিচিত হাতের কারুকাজ
রেশম ডোরে রাঙা দুপুর          
সময় চিহ্নে জেগে রয় ডাকনাম।
নাড়া দেয় ওয়ারড্রবে গুছিয়ে রাখা শৈশব
খোলা আঁচলে নতুন বিন্দু বিন্দু সাজে
চেনা গন্ধে মাখা ভাতে হলদে আলোর ছাপ।
আজও বৃষ্টি বেলায় টানে মাকে ছুঁয়ে রাতঘুম।
ফেরার সময় হলে আবেগী হয় নদী
বদল হয় শব্দমন বদলায় চেনা ছবিরূপ
তবু বর্ণময়ী আঁচলে ডেকে ওঠে ‘মা’।

No comments:

Post a Comment