Monday, June 21, 2021

অজগর

বিনীতা সরকার



একখানা মস্ত বড় হা-এর ভেতর
ঢুকে যাচ্ছে সাদা কালো 
দিনগুলি
ছোট-বড় দুশ্চিন্তার ভাঁজে তৈরি হচ্ছে দীর্ঘ
মহাসড়ক
নিরুত্তর তাপে গলে যাচ্ছে আবেগের অগভীর পরিখা
রাতের নিকষ কালো আঁধারে
থেকে থেকে জ্বলে উঠছে প্যাঁচার উজ্জ্বল চোখ
হাওয়াদের চুপিচুপি বার্তালাপ 
কান পেতে শুনছে কেউ
চাঁদের কাছে জমা অভিমানের
ঢেউ আছড়ে পড়ছে নদীতে
ক্লান্ত মাঝির মুখের হাসি
মিলিয়ে যাচ্ছে গভীর এক খাদে
বকের ডানায় উড়ে মিলিয়ে যাচ্ছে রোদেলা দিনের গান
সময়ের গা থেকে ধীরে ধীরে খুলে পড়ছে সমস্ত অলংকার
ধুলো জমা অ্যালবাম থেকে মুছে যাচ্ছে চিরতরে প্রিয়মুখ
এলোমেলো অথচ সারিবদ্ধভাবে
হেঁটে যাচ্ছে তাঁরা দিকশূন্যপুরের মিছিলে
না জানিয়ে পাকে পাকে জড়িয়ে নিচ্ছে 
তাঁদের কেউ অদ্ভুতভাবে

No comments:

Post a Comment