এখনও জীবিত
বাপ্পাদিত্য দে
যে যাই ভাবুক
আমরা এখনও জীবিত।
হাড়-মাংসের দেহটিতে
নিশ্বাসে গা ভাসিয়ে এক অভিশপ্ত শব্দ
রক্তে রক্তে সাতার কেটেই চলেছে।
যে যাই করুক
আমরা এখনও জীবিত।
অবিশ্বাসের নেশায় বিশ্বাসকে না হারিয়ে,
ঘাতকের চক্রান্তে পা না দিয়ে
যে সময়টা চলে যাচ্ছে ...
তাকে যেতে দাও।
অতি বড় প্রিয়ের মায়া
আন্তরিক মেঘের ছায়া
সবই পরস্পর বিরোধী
তাদের ভাসিয়ে নিয়ে গেছে নদী।
একটা নিশ্বাস ফেলা সকালে
কালো ফ্রেমে বাঁধানো সাদা ছবির মত
দেহটাকে সঙ্গে নিয়ে
একেকটা লড়াই অহং মেখে নিচ্ছে
বলেই
আমরা এখনও জীবিত।
No comments:
Post a Comment