ইতিহাস
খুরশিদ আলমযাবতীয় পাপের খোলস ছেড়ে বেড়িয়ে আসুক মানুষপাখিদের প্রলাপ,আঙুলের ইশারা আদতেমানুষে মানুষে দূরত্বের একটি নিখুঁত ব্যবধানপুবাকাশে মেঘেদের সঙ্গম দেখে যারা উল্লসিত হয়আমি তাদের দলে নেইবদলে যাওয়া ইতিহাস আসলে একটি বিশুদ্ধ নদীপ্রবাহযার ধ্বনি উঠলে স্রোত আর নিঃশব্দে কোলাহল
বসন্তইস্তেহার যেভাবে আলোকিত হওয়ার কথা ছিলোআদৌ কী তা পেরেছে !এ বসন্ত নিছকই কোনও মোহদেওয়াল ভাঙতে চেয়ে কেবল ভাঙতে চায় তার শরীরসমস্ত সংগ্রাম যেখানে অযুত ঘাম নিয়ে বসে আছেআকাশ নামের পাখিটা ছোঁবে বলে -
সে আসলে দুদৈর্ব মেঘেরই গর্জন
দুর্দান্ত!!
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ
DeleteThis comment has been removed by the author.
Deleteকি অমোঘ এই কবিতা দুটির নির্মাণ!
ReplyDeleteদুটোই অনবদ্য লেখা।
ReplyDelete