সরীসৃপ পর্ব
মিন্টু দাস
এখন বরং অপেক্ষা করা যাক
এখন বরং লুকিয়ে লুকিয়ে
একটু মজা লুটি!
টেলিভিশনের পর্দায় একটি সুন্দরী মেয়ে
বিনের তালে নাচতে নাচতে আশ্চর্য দক্ষতায় কিভাবে
সাপ হয়ে গেল!
দিনদিন তুমিও সরীসৃপ হয়ে যাচ্ছো।
সরীসৃপ হচ্ছি আমি-তুমি...আমরা সবাই !
তবে ফণা তোলার ব্যর্থ চেষ্টা না করে
বরং গর্তের মধ্যেই সেঁধিয়ে যাওটাই
বুদ্ধিমানের কাজ!!!
ওটাই তুমি.....আমরা সবাই !!
নিন্দুকেরা বলে পাখিরা নাকি
ডাইনোসরের জাত
ওসব বাজে কথা;
গুজব মাত্র !
মুখোশ পাল্টালেই গিরগিটি কখনো
টিকটিকি হয় না
বিষদাঁত ভেঙে গেছে মানেই
তুমি কাঠবিড়ালি নও!
আর ফণা তুলো না
বড্ড বেমানান লাগে!
গর্তের মধ্যে সেঁধিয়ে খোলস ছাড়া পর্যন্ত
অপেক্ষা করো।
এসো, বরং অভিনয় করা যাক
আমি বিন বাজাতে তৈরি
তুমি যদি নাচতে রাজি থাকো!!!
No comments:
Post a Comment