শবেবরাত
শৌভিক দত্ত
মুচমুচে এই হেরে আসা
মার্বেলে গোলাপ জমছে,দেখো
ঘড়ির ছিমছামে
আতর ও চীনেবাদাম বসে আছে
শবেবরাত পাঠাও ঘুমের দিকে
দু এক পশলা তর্জনীতে
নীচু কর পোশাকের শ্রম
বালিকাশ্রাবণে
ওই সব কুচি
যেন ছায়াদার
যেন গোত্রহীন বেজে ওঠা
অসুখ ভাঙতে ভাঙতে
অল্প জন্ম নিচ্ছে রোদ
ছাই গলছে শহরতলীতে ...।।
No comments:
Post a Comment