নতুন পৃথিবী
উদয় সাহা
বাবার হিসেবের খাতায় হাত ঘোরাই--
ধীর পায়ে উঠে আসে মেঘ
সন্ধ্যাগুলো আরো মন্থর
রাত নেমে আসে অভিযানে...
তেতো হতাশা লিখব বলেই কি লেখা যায়?
ইদানিং কে'বলের তারে পাখি বসলে
আমি দোলনা বলে ভুল করি
যাবতীয় ' ঘেউ ঘেউ ' এর পর কেউ
ককিয়ে উঠছে না ; উল্লাসে ছুটে যাচ্ছে না...
শুধু আমার থেকে দূরত্ব বাড়াচ্ছে চেনা পৃথিবী --
অন্ধস্পর্শ ...
বাবার হিসেবের খাতায় হাত ঘোরাই, আবার
দারুণ
ReplyDelete