Wednesday, August 4, 2021

 জীবন যেমন দেখি


সজলরঞ্জন হালদার




১) 


লাল পিঁপড়েরা ক্রমে কালো পিঁপড়ে হয়ে গেলো : এখন আর অন্ধকারে আলাদা করা যায় না ; মিছিলে হাঁটা ভাঙচুর মুখ, হামাগুড়ি কাটে পথশ্রান্ত দীর্ঘশ্বাসের মতন !


২)


ওদিকে সারাদিন অরণ‍্য ঘেঁটেঘুটে কালকেতু একটা গোসাপ কাঁধে ঘরের পথে হেঁটে যায়; কালো শরীর ঘিরে ব‍্যক্তিগত শিকারহীন আক্রোশ ।


৩)


দলিত-আদিবাসী মানুষের অধিকারের স্বার্থে জেলের অন্তরালে নিঃসঙ্গ একা একা শহিদ হলেন... ৮৪ বছর বয়সি  স্ট‍্যান স্বামী !রাষ্ট্র এখানে নিঝুম রাতের মতো মূক ।স্বপ্ন দেখা গুটিকয়েক মানুষ শহিদের শব কাঁধে হেঁটে চলে অনন্ত মহাশ্মশানের পথে...


৪)


মাছরাঙার ঠোঁটে আঁশটে মাছের গন্ধ ।কাকের ঠোঁটে কবেকার শুকনো রক্তের দাগ ।কাঠঠোকরা ঠুকরে চলেছে প্রবীণ বৃদ্ধ শরীর । শালিকের বাচ্চা মুখে নেমে আসে প্রকাণ্ড  হলদেটে দাঁড়াশ ।


৫)


বাস্তুতন্ত্রের কথা ভেবে পৃথিবীর শরীর জুড়ে হিজিবিজি দৌড়াদৌড়ি করে পিঁপড়ের সারি ! সুখী মানুষ চিরকাল পালকের নীচে নরম মাংসের ওম খোঁজে ; নাটকের মতো বদলে যায় চরিত্র ।

1 comment:

  1. বর্তমান সময়ের কথা বলছে। খুব ভালো কবিতা ����
    -মিন্টু

    ReplyDelete