অসময়ী সিঁড়ি
সুলগ্না বাগচী
ওবেলা যখন ফিরে গেল আলো
শব্দহীন ঘুমের ভেতর
দেখেছি রাজপুত্রের দেশ
কেউ সেখানে যত্নে রেখেছে
বার্তাবহের চিঠি ,
বাতাস ছুঁয়ে উঠেছে কোনো অসময়ী সিঁড়ি
সেই সিঁড়ির কাছে দাঁড়ালে
ঘুমিয়ে থাকা শান্ত দিঘী জেগে ওঠে বুকের ভেতর
শব্দহীনতার পাশে বসে মনে পড়ে অসময়ে কোথাও যেতে নেই আর ৷
No comments:
Post a Comment