Tuesday, August 3, 2021

 কাটোয়া লোকাল

---------------সঞ্জয় সাহা


(৮)
অশান্তি হলে আমাকে ডেকো
আমিও অশান্তি হলে তোমাকে ডাকবো

দুজনেই দুজনের শুশ্রূষা।
কলোনির 'অন্নপূর্ণা হোমিও হল'

(৯)
খনি থেকে কালো বাতাস আসছে
প্লাস্টিকদূষণ চারদিকে
অঙ্কুরোদগম
আশাবরী রাগ
খাবার পরে দুটুকরো আমলকী

এইসব অভ্যস্ত মৌনতার ভেতরে
একটা বেড়াল মুখ তুলতে থাকে।

(১৭)
তোমাকে সূর্যনন্দিনী বলে ডাকবো
এরকম ভেবেছি মনে মনে

ব্ল্যাকহোল ধেয়ে আসছে পৃথিবীর দিকে
আমরা কী দেখেও দেখবো না সেসব!

প্লেজারিজমের অভিযোগ তুলবেন স্বয়ং বঙ্কিমচন্দ্র

(২২)
গুছিয়ে নিচ্ছি ভয়,গুছিয়ে নিচ্ছি আন্তরিকতা
নদীর দুপার জুড়ে তীব্র হালুম গন্ধ

অভিমান জমে জমে সঞ্চয়জাত পর্বত
তবু দেখ মুক্তলিপি রোদ নামছে

আর থালা জুড়ে পেলিকান ক্রসিং

(২৭)
ফেলে যাচ্ছি অভিমানগুচ্ছ
রাগ ক্রোধ অথবা যা আরও ব্যক্তিগত

পাতা ও ধুলোর ভিতর
আড্ডা ও কবিতার ভিতর
এক নিরামিষ প্লেটোনিক স্বাদ

তবু তুমি কাটোয়া লোকাল
এক অনন্তবিষাদ।




 

1 comment:

  1. অসাধারণ ��
    -মিন্টু

    ReplyDelete