মীন রাশির সেইমেয়েটি
শঙ্খ মিত্র
মীন রাশির সেই মেয়েটি
জেগে আছে আধো আধো ঘুমের ভিতর
কুয়াশা জড়ানো বরফের দেশে।
একদা মীনঅক্ষির ন্যায় চপল হাসি
দক্ষ মাছরাঙার মত মরিয়া ডানা ঝাপটানো
পড়ে আছে সবকিছু
বিগত গ্রীষ্মের নিদারুণ দুপুরে।
এক মাতাল ঘূর্ণির ভিতর
পাক খেতে থাকে সমস্ত দোলাচল
ঋতুকাল পেরিয়ে যাওয়া দুশ্চিন্তার মত
বিবশ হয়ে আসে অন্তঃসার।
তারপর একদিন, সেই মেয়েটি
দিকাহারানো এক উদভ্রান্ত নাবিকের উদ্দেশ্যে
ছুঁড়ে দেয় সব হারানো
ধূসর রঙের এক নিঃস্ব চিঠি।
ঘটে স্বপ্ন থেকে বোধে উত্তরণ-
যেন একটি নি:শব্দ জাগরণ।
মীন রাশির সেই মেয়েটি
স্বপ্ন আর বোধের বিভাজনস্থলে দাঁড়িয়ে
উপলব্ধি করে
এই উত্তরণ- আসলে এক
আশ্চর্য জাগতিক সমাপতন।
No comments:
Post a Comment